শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন দ্বিতীয় ম্যাচেও কি 'পরীক্ষাগার' বানানো হবে বাংলাদেশ দলকে? হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি
  • কবিরের ভাই ইসরাফিল ও পরিবারে দুই কোটি টাকার প্রতারণা!

    কবিরের ভাই ইসরাফিল ও পরিবারে দুই কোটি টাকার প্রতারণা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কবির কোম্পানির ভাই ইসরাফিল ও তার দুই মেয়ে বউ মিলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছেন দুই কোটি টাকার অধিক এই চক্রটি একাধিক সিম ব্যবহার করে ভিকটিমের সাথে প্রতারণা করেছে এমন ঘটনা ঘটে করেছেন রাজধানীর হাজারীবাগ থানার ৪ নং কালুনগরর এর বাসিন্দা হাজী দীল মোহাম্মদের পুত্র  মোঃ ইসরাফিল, অনুসন্ধানে জানা যায় কথিত কবির কোম্পানির ভাই ইসরাফিল ও তার দুই মেয়ে বউ মিলে প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছে অনুমানিক দুই কোটি টাকা অধিক। কবির কোম্পানির ভাই ইসরাফিল তার মালিকানাধীন সম্পত্তিতে নির্মিত  ভবন এর একই ফ্ল্যাট বিভিন্ন  ব্যাক্তির কাছে চুক্তি নামা দলিল তৈরি করে দিয়ে হাতিয়ে নিয়েছেন দুই টাকার অধিক।

    একই ফ্ল্যাট দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন সর্বনিম্ন ৩,০০,০০০ । থেকে ছয় লক্ষ টাকা করে  নিয়েছেন কবির কোম্পানির ভাই ইসরাফিল নামক প্রতারক। 

    একাধিক ব্যক্তির চুক্তি নামা অনুযায়ী হাতিয়ে  নিয়েছেন সর্বোচ্চ দুই কোটি টাকার অধিক বিভিন্ন  ভুক্তভোগীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন এমন সংখ্যা  প্রায় ২৫ থেকে ৩০ জন। 

    এ বিষয়ে  ভুক্তভোগী পরিবারের  একাধিক সদস্য জানান,  প্রতারক ইস্রফিল তার বিল্ডিং এর চতুত্র তলার  দুই রুমের ফ্লাট দেওয়ার কথা বলে। একাধিক ভুক্তভোগী সাংবাদিকদের কে জানান একটি ফ্লাট আমার কছে মর্গেজ চুক্তির নামা দলিল দিয়ে  ছয়লক্ষ টাকা নিয়েছে, পরবর্তীতে আমি ফ্ল্যাটে  যেতে চাইলে আমাকে  প্রতারক ইস্রফিল বলে আপাত আমার বিল্ডিং এর পঞ্চম তালার কাজ চলছে, কাজ শেষ  হতে তিন মাস সময় লাগবে, এই তিন মাস উক্তি ফ্ল্যাটের যে ভাড়া আসে তা আপনাকে আমি পরিশোধ করব,   হলে আপনি ফ্লাটে আসতে পারবেন।

    এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী থানায়  মামলা, করেন এমন ঘটনার ন্যায্য বিচারের দাবিতে  গত শুক্রবার সকালে সকল ভুক্তভোগীরা একত্রিত হয় এবং ইসরাফিলের বাড়ির সামনে অবস্থান করে। 

    এ বিষয়ে স্থানীয়রা দ্রুত আইনি পদক্ষেপ চান, এবং ভুক্তভোগীদের অর্থ ফেরতের ক্ষেত্রে সবার সহযোগিতা চান। ভুক্তভোগীরা তাদের হাতিয়ে নেওয়া অর্থ আদায়ের ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন