সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার নিউজ কভার করতে গিয়ে অসুস্থ ৬ সাংবাদিক


সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির সংবাদ কভার করতে গিয়ে অসুস্থ হয়েছেন অন্তত ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম ও এখন টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক পত্রদূতের ইব্রাহিম খলিল, দ্য এডিটরস-এর রিজাউল ইসলামসহ অন্তত ৬জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া অসুস্থ হয়েছেন সাংবাদিক ইদ্রিস আলী, ইয়ারুল ইসলাম ও নাহিদ ইসলাম। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি সংবাদ কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় কাজ করার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।
সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
