রবিবার, ১৩ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন দ্বিতীয় ম্যাচেও কি 'পরীক্ষাগার' বানানো হবে বাংলাদেশ দলকে? হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি
  • আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন

    আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। ভারত আগেই প্রস্তুতি শুরু করেছে, অথচ বাংলাদেশ এখনো নির্ধারণ করতে পারেনি দলের কোচ। 

    আজ (১২ জুলাই) বাফুফের জাতীয় দল কমিটির সভায় ছিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ, প্রস্তুতি ও ম্যাচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তবে আড়াই ঘণ্টার সভা শেষে কার্যত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফেডারেশন।

    সিনিয়র জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ব্যস্ত থাকবেন সিনিয়র দল নিয়ে। ফলে অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে একজন দেশি বা নতুন বিদেশি নিয়োগ দেওয়ার ভাবনা চলছে। এই পর্যায়ের কোচ হতে হলে ‘এএফসি প্রো লাইসেন্স’ প্রয়োজন, যা বর্তমানে দেশি কোচদের মধ্যে আছে পাঁচজনের—মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবু। তবে তাঁদের মধ্যে কয়েকজন দায়িত্ব নিতে আগ্রহী নন।

    তবে টেকনিক্যাল ডিরেক্টর টিটু কিংবা ফর্টিজ কোচ কায়সার মাসুদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সভায় আভাস মিলেছে।

    আগস্টে অনূর্ধ্ব-২৩ দলের এক বা দুটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠলেও, ম্যাচ কোথায় হবে, ক্যাম্পই বা কবে শুরু—এসব প্রশ্নেই অনিশ্চয়তা রয়ে গেছে। দল দেশে ফর্টিজে ক্যাম্প করতে পারে, আবার বিদেশে আয়োজনের কথাও উঠেছে। তবে আজকের বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

    জাতীয় দলের ভবিষ্যৎ ক্যাম্প ফর্টিজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। ফর্টিজের ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেটি ব্যবহার করার আগ্রহ দেখিয়েছে বাফুফে। এই সভার একটি দৃশ্যমান প্রাপ্তি হচ্ছে ফর্টিজ কর্তৃপক্ষের সহযোগিতার আশ্বাস।

    ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রসঙ্গও সভায় এসেছে। এক সাবেক ফুটবলার জাতীয় দলের ম্যানেজমেন্ট ও প্রস্তুতির অসংগতি তুলে ধরলে ম্যানেজার আমের খান কিছু ব্যাখ্যা দিয়েছেন। তবে প্রধান কোচ অনুপস্থিত থাকায় পূর্ণাঙ্গ উত্তর পাওয়া যায়নি।

    নেপাল ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রস্তাব দিলেও বাফুফে এখনও তা চূড়ান্ত করেনি। দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশের আগ্রহ থাকলেও সেটি নিয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি। আগামী তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।

    দীর্ঘ আড়াই ঘণ্টার এই সভা কার্যত প্রশ্ন রেখে গেছে দলের কোচ, প্রস্তুতি এবং ম্যাচ আয়োজন নিয়েই। প্রতিদ্বন্দ্বীরা যখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বাফুফের এমন ধীরগতি ফুটবলপ্রেমীদের হতাশ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ