শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সশস্ত্র হামলা, ২ জনের মৃত্যু ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন বলেন বিমানে বোমা আছে: র‌্যাব
  • জোতার সম্মানে লিভারপুলের ব্যতিক্রমী সিদ্ধান্ত, অবসর ২০ নম্বর জার্সি

    জোতার সম্মানে লিভারপুলের ব্যতিক্রমী সিদ্ধান্ত, অবসর ২০ নম্বর জার্সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ তারকা ফরোয়ার্ড দিয়েগো জোতার করুণ মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। প্রিয় তারকার স্মৃতিকে অমর করে রাখতে লিভারপুল ফুটবল ক্লাব তার পরা ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে।

    সমর্থকদের আবেগ ও দাবিকে সম্মান জানিয়েই ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়েছে। এটি লিভারপুলের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ, যা দিয়েগো জোতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।

    সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ তারকা দিয়েগো জোতার মর্মান্তিক মৃত্যুর পর তাকে চিরস্মরণীয় করে রাখতে ২০ নম্বর জার্সি অবসর দেওয়ার ঘোষণা দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের স্মৃতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো।

    শুরু থেকেই ক্লাবটি জানিয়েছিল, জোতার প্রতি বিশেষ সম্মান জানানো হবে। যদিও শুরুতে কী ধরনের শ্রদ্ধা জানানো হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়, দিয়েগো জোতার ২০ নম্বর জার্সি আর কোনো খেলোয়াড় পরবেন না।

    লিভারপুল ক্লাব জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা জোতার স্ত্রী রুতে কারদোসো এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, “দিয়েগোর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে অবসর দেওয়া হবে।”

    জার্সি অবসরের এই সিদ্ধান্ত কেবল পুরুষ দলের জন্য নয়; নারী দল ও ক্লাবের একাডেমি দলগুলোতেও ২০ নম্বর আর ব্যবহার করা হবে না।

    লিভারপুলের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবলবিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, “আমরা সমর্থকদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আমরাও সেই একই অনুভব করেছি। দিয়েগোর স্ত্রী ও পরিবারকে এই সিদ্ধান্তের অংশ করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”

    তিনি আরও বলেন, “লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে এমন সম্মান জানানো হলো। এটি এক অনন্য ও অসাধারণ মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।”

    ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন দিয়েগো জোতা। চার বছরের লিভারপুল ক্যারিয়ারে তিনি ১৮২ ম্যাচে মাঠে নেমে ৬৫ গোল করেন। ২০২২ সালে ক্লাবের এফএ কাপ ও কারাবাও কাপ জয় এবং ২০২৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

    তার প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। লিভারপুলের এই সিদ্ধান্ত দিয়েগো জোতার প্রতি গভীর ভালোবাসা ও চিরন্তন শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ