শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সশস্ত্র হামলা, ২ জনের মৃত্যু ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন বলেন বিমানে বোমা আছে: র‌্যাব
  • চুক্তি নবায়নের পথে মেসি, মায়ামিতে দেখাই হতে পারে শেষ বিশ্বকাপের প্রস্তুতি

    চুক্তি নবায়নের পথে মেসি, মায়ামিতে দেখাই হতে পারে শেষ বিশ্বকাপের প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বয়স যেন কেবল একটি সংখ্যা। ৩৮ বছর বয়সেও লিওনেল মেসির পায়ে এখনও আগের মতোই জাদু লেগে আছে—গোল করছেন, খেলায় ছড়াচ্ছেন আলো, আর দলকে এনে দিচ্ছেন একের পর এক জয়। এবার শোনা যাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে তার সম্পর্ক আরও দীর্ঘায়িত হতে চলেছে।

    মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে। তবে আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা চলছে। উভয় পক্ষই চায় সম্পর্ক বজায় থাকুক আরও অন্তত এক মৌসুম।

    নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন মেসি। অর্থাৎ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই দেখা যেতে পারে ফুটবল ইতিহাসের এই কিংবদন্তিকে।

    ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই ক্লাবের চেহারাই বদলে দেন মেসি। তার নেতৃত্বে ক্লাব জেতে লিগস কাপ, এবং বাড়ে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শকসংখ্যা পর্যন্ত সবকিছুর চাহিদা। মাঠ ও মাঠের বাইরে, সব জায়গায়ই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে।

    চুক্তি নবায়ন হলে, কেবল ইন্টার মায়ামিই নয়—যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও (MLS) আরও কয়েক বছর মেসির উপস্থিতিতে উপকৃত হবে, যা পুরো লিগের জন্যই হতে পারে একটি যুগান্তকারী সময়।

    আন্তর্জাতিক ফুটবলে এটিই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর ২০২৬ সালের সেই আসর খেলতে পারেন ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে—এই সম্ভাবনায় দারুণ উচ্ছ্বসিত ফুটবল দুনিয়া, বিশেষ করে মেসি-ভক্তরা।

    চলতি মৌসুমে মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। গোল করছেন নিয়মিত, তৈরি করছেন সুযোগ, খেলছেন দলকে ঘিরেই। সর্বশেষ মন্ট্রিয়ালের বিপক্ষে করেছেন জোড়া গোল, আবারও প্রমাণ দিয়েছেন—বয়স তার জন্য কোনো প্রতিবন্ধক নয়, বরং তিনি এখনও ক্লাব ও দেশের বড় ভরসা।

    এই পরিস্থিতিতে সৌদি ক্লাব আল-আহলি বড় অঙ্কের প্রস্তাব দিলেও মেসি আপাতত সে পথে হাঁটছেন না বলেই শোনা যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রে থেকে মায়ামির সঙ্গেই পথচলা দীর্ঘ করতে আগ্রহী।

    এদিকে মায়ামির নজর এবার পড়েছে মেসির জাতীয় দলের একান্ত সতীর্থ রদ্রিগো ডি পল–এর ওপর। আর্জেন্টিনার মাঝমাঠের ইঞ্জিন ডি পল বর্তমানে খেলছেন স্পেনের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে। তাকে দলে টানার চেষ্টায় মায়ামি ইতোমধ্যে প্রাথমিক প্রস্তাব দিয়েছে। যদিও ডি পল এখনো সিদ্ধান্ত নেননি, তবে তিনি সম্মতি দিলে আলোচনা শুরু হবে ক্লাব পর্যায়েও।

    তবে সবকিছুই নির্ভর করছে একটি বিষয়ের ওপর—মেসির সঙ্গে চুক্তি নবায়ন। তাকে ঘিরেই গড়ে উঠছে মায়ামির ভবিষ্যৎ পরিকল্পনা।

    অন্যদিকে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ থেকে মাঝপথেই বিদায় নিয়েছে মায়ামি। এখন তাদের সামনে রয়েছে এমএলএসের বাকি অংশ ও জুলাইয়ের শেষে শুরু হতে যাওয়া লিগস কাপ। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে মেসিদের অবস্থান ষষ্ঠ স্থানে।

    সবকিছু মিলিয়ে বলা যায়, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসেও নতুন করে এক বিশ্বকাপের স্বপ্ন বুনছেন মেসি। আর সেই পথটা তৈরি হচ্ছে পরিচিত ক্লাব ইন্টার মায়ামিকে ঘিরেই—যেখানে ভালোবাসা, বন্ধুত্ব আর নেতৃত্বের গল্প একসূত্রে গাঁথা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ