শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সশস্ত্র হামলা, ২ জনের মৃত্যু ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের ফোন বলেন বিমানে বোমা আছে: র‌্যাব
  • আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ, আত্মবিশ্বাস ফেরাতে চায় টাইগাররা

    আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ, আত্মবিশ্বাস ফেরাতে চায় টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশাজনক ফলাফলের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ। সিরিজে হার ভুলে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে শুরু করতে চায় টাইগাররা।

    প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
    দলের আত্মবিশ্বাস ফেরাতে ও সফরের অন্তত শেষ ধাপে সাফল্য পেতে মরিয়া সাকিব-লিটনরা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই চাই আরও বেশি দৃঢ়তা ও ধারাবাহিকতা।

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অতীত রেকর্ড খুব একটা সমৃদ্ধ না হলেও, এই সংস্করণেই বাংলাদেশ তাদের সেরা চমক দেখানোর সম্ভাবনা রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা।
    সিরিজের বাকি দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।

    এখন প্রশ্ন—টি-টোয়েন্টিতে বাংলাদেশ কি পারবে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

    টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ শুরু হচ্ছে আজ, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

    ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া লিটন দাস এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ভালো সময় কাটাচ্ছে না—সর্বশেষ পাঁচ ম্যাচেই হার দেখেছে টাইগাররা। এর মধ্যে রয়েছে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার ও পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।

    তবে সে সময় দলে ছিলেন না দুই মূল পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তাসকিন আহমেদের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ইউনিট বেশ ছন্দে থাকলেও, ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সেই দাপট হারিয়ে যাচ্ছে।

    প্রায় ১৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই অলরাউন্ডারকে হঠাৎ দলে নেওয়ার ব্যাখ্যায় লিটন দাস বলেন,
    “অনেক দিন ধরে আমরা একজন প্রকৃত অলরাউন্ডার মিস করছিলাম। সাইফউদ্দিনের অভিজ্ঞতা দলকে কাজে দেবে বলে বিশ্বাস করি।”

    সিরিজের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন,
    “টি-টোয়েন্টি একটা আলাদা ফরম্যাট। এখানে নতুনভাবে শুরু করার সুযোগ আছে। আমরা চাই ১০০% ক্রিকেট খেলতে এবং জয় দিয়ে ঘুরে দাঁড়াতে।”
    তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না তিনি—ঘরের মাঠে লঙ্কানরা শক্ত প্রতিপক্ষ।

    অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাও মনে করেন, সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
    “বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। তাই সহজ কিছু হবে না,”—বলেন তিনি।
    তিনি আরও জানান, পাল্লেকেলেতে পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় ১৮০+ রান দেখা যেতে পারে।

    তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতি স্পষ্টভাবেই প্রভাব ফেলতে পারে শ্রীলঙ্কার ভারসাম্যে।

    টি-টোয়েন্টি পরিসংখ্যানে এখনো এগিয়ে লঙ্কানরা—১৭ বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র ৬ বার, হেরেছে ১১টি ম্যাচে। তবে বাংলাদেশ তাদের সাতবার ২০০+ রান তোলার মধ্যে দুটি ইনিংসই খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, যা কিছুটা আত্মবিশ্বাসের জায়গা।

    বাংলাদেশ স্কোয়াড
    লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

    শ্রীলঙ্কা স্কোয়াড
    চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ