শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj

দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে আশ্রয় দিলেন বিএনপি নেতা

দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে আশ্রয় দিলেন বিএনপি নেতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী আট সদস্যের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ওই পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছিলো। তাদের কেউ উপার্জনক্ষম না হওয়ায়, ন্যূনতম জীবনযাপনের সুযোগটুকুও ছিল না।

পরিবারটির দুরবস্থার খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনায় পরিবারের জন্য একটি বসবাসযোগ্য ঘর নির্মাণ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি নিজে উপস্থিত থেকে ওই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক মূল্যবোধসম্পন্ন সংগঠন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে আমরা এ পরিবারের জন্য ঘর নির্মাণ করেছি। চিকিৎসার ব্যবস্থাও নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই পরিবারের প্রয়োজন হলে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।”

ঘর হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান ও সাংবাদিক মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, স্থানীয় বিএনপি নেতা আকরাম হোসেন এবং মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা এভাবে মানবিক কাজে এগিয়ে এলে সমাজে অনেক পরিবর্তন আসবে। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনেও আশার আলো জ্বলবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন