রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • যশোরে জামায়াতের যুব সমাবেশে বক্তাদের কড়া হুঁশিয়ারি

    যশোরে জামায়াতের যুব সমাবেশে বক্তাদের কড়া হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ২০২৫ এর সমাবেশে, আইনশৃঙ্খলা বর্তমান পরিস্থিতিকে দায়ী করে কড়া হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

    যশোর উপজেলার মণিরামপুরে পৌরশহরের মণিরামপুর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ যুব সমাবেশে বৃষ্টিস্নাত শুক্রবার বিকালে কড়া হুশিয়ারি দেয়া হয়।

    এ যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব বিভাগ মণিরামপুর শাখার আয়োজনে এ যুব সমাবেশে দুপুর হতেই জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে।

    এ যুব সমাবেশকে সফল করতে ও বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলো।

    যুব বিভাগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত  ২০২৫ এর যুব সমাবেশে বিশেষ অথিতি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সূরা ও কর্মপরিষদ সদস্য  গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক উপস্থিত ছিলেন।

    এ যুব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াত সহ সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ,প্রভাষক মনিরুল ইসলাম, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা  মহিউল ইসলাম, অ্যাডঃ শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাফেজ হাদিউজ্জামান, হাফেজ নাজমুল হুসাইন, ফাহিম শাহরিয়ার,আশিকুজ্জামান, সাজ্জাদ হোসেন, অহেদুজ্জামান চঞ্চল, আল-আমিন, মনিরুজ্জামান, মাওলানা  রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, আশরাফ ইয়াছিন, আবু  সালেহ ওবায়দুল্লাহ , ডাক্তার শরিফুল ইসলাম, মাওলানা  সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক আহসান হাবিব লিটন, মাওলানা  খলিলুর রহমান, মাওলানা লিয়াকত আলী।

    যুব সমাবেশের আলোচনা শেষে মঞ্চে, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য ইসলামী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রোকনউজ্জামানসহ কয়েকটি শিল্পী গোষ্ঠীর ইসলামি সঙ্গীত শিল্পীরা। সর্বশেষ সমাজ সচেতনতার উদ্দেশ্য নির্মিত নাটক "এক মুঠো ভাত" মঞ্চস্থ হয়।


    দিপু মন্ডল, জেলা প্রতিনিধি যশোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন