রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

সমিত শোমের অসাধারণ পারফরম্যান্সে ক্যাভালরি এফসি ফাইনালে

সমিত শোমের অসাধারণ পারফরম্যান্সে ক্যাভালরি এফসি ফাইনালে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কানাডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম দারুণ ফর্মে রয়েছেন। গত সেমিফাইনাল ম্যাচে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান এবং ক্যাভালরি এফসি-কে ফাইনালের টিকিট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচ শেষে কোচ এবং সহকর্মীরা সমিত শোমের প্রশংসা করেন। বিশেষ করে তার কৌশলগত পাস, মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের খেলায় প্রভাব ফেলার দক্ষতা দলের জয় নিশ্চিত করেছে।

ফাইনালে ওঠার মাধ্যমে ক্যাভালরি এফসি চূড়ান্ত খেলার জন্য প্রস্তুতি শুরু করেছে। সমিত শোমের অনন্য অবদান আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং দেশীয় ফুটবলপ্রেমীদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সমিত শোমের এই ফর্ম আন্তর্জাতিক লিগে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তিও শক্তিশালী করছে।

POST MATCH PRESSER ????️ "That's 3 finals in the 3 years. [...] Now we're  onto the next project, which is Ottawa." Shamit Shome shares his comments  on Cavalry FC's 1-0 victory against

আজ সোমবার (৩ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে ১-০ ব্যবধানে পরাজিত করে সমিতের দল।

এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন সমিত শোম। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে নিয়মিত অবদান রেখেছেন তিনি। প্রতিপক্ষের অর্ধে ১২টি পাসের মধ্যে ১১ বারই সফল হয়েছেন এবং দুটি ‘কি পাস’ও দিয়েছেন। এছাড়াও, তিনি প্রতিপক্ষের পা থেকে বল আদায় করেছেন ৪ বার।

এমন পারফরম্যান্সের সুবাদে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে ৭.৫ রেটিং দিয়েছে, পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল মাত্র ৩ জনের।

তবে তার এমন পারফরম্যান্সে বাংলাদেশের জন্য একটি দুর্ভাবনা আছে। সমিত তার পরবর্তী ম্যাচটি খেলবেন আগামী ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। এর ফলে অন্তত ১১ নভেম্বর পর্যন্ত তাকে জাতীয় দল পাবে না। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর হওয়ায়, সেই ম্যাচের আগে দলে যোগ দেয়ার জন্য যথেষ্ট সময় থাকছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন