দুবাইয়ে স্বর্ণের দাম অতি উচ্চতায়, বিশ্লেষকরা সতর্কতার বার্তা দিয়েছেন


সংযুক্ত আরব আমিরাতে মূল্যবান ধাতু স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রতি আউন্স স্বর্ণ ৪,২৬৬.২০ ডলারে লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ০.৩৯ শতাংশ বেশি। এর আগে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৭৮.৯৮ ডলারে পৌঁছয়।
‘সোনার শহর’ হিসেবে পরিচিত দুবাইতেও স্বর্ণের দাম নতুন মাইলফলক স্পর্শ করেছে। ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি গ্রামে ৫০০ দিরহাম ছাড়িয়েছে।
এই অবস্থায় বিশ্লেষকরা খুচরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, বাজারে প্রবেশের জন্য এখনই উপযুক্ত সময় নয়। বরং ৫–১০ শতাংশ দামের পতন হলে সেটাই হতে পারে বিনিয়োগের আদর্শ সুযোগ।
পেপারস্টোন-এর গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, “এই মুহূর্তে অনেকেই স্বর্ণে বড় পজিশন ধরে রেখেছে। তাই ছোটখাটো পতনের সময়ই অনেক বিনিয়োগকারী বাজারে ঢোকার চেষ্টা করছেন।” তিনি আরও বলেন, “যদিও বড় ধরনের পতনের আশঙ্কা নেই, তবে ৫–১০ শতাংশ দাম কমলে সেটিই হবে পরবর্তী বড় ঊর্ধ্বগতির আগে একটি আদর্শ এন্ট্রি পয়েন্ট।”
চীনের মতো উদীয়মান অর্থনীতির ব্যাংকগুলোর ভূমিকা
ওয়েস্টন মনে করেন, স্বর্ণের ঊর্ধ্বগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান স্বর্ণ সঞ্চয়।
তার মতে, “বিগত বছরগুলোতে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে স্বর্ণের অনুপাত ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২২–২৩ শতাংশে উন্নীত করেছে। এ প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, “যদিও স্বর্ণের দাম অনেক বেড়েছে, বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ধারণ করেনি। যেহেতু স্বর্ণ অন্যান্য সম্পদের সঙ্গে তুলনামূলকভাবে অপ্রাসঙ্গিক, এটি পোর্টফোলিও বৈচিত্র্যের জন্য অত্যন্ত কার্যকর।”
বর্তমানে বিনিয়োগে ৬০-২০-২০ অনুপাতের (শেয়ার-বন্ড-স্বর্ণ) দিকে ঝুঁকছে বাজার, যেখানে আগে ছিল ৬০-৪০ (শেয়ার-বন্ড)। এর মানে হলো, স্বর্ণে বিনিয়োগের আরও সুযোগ অবশিষ্ট রয়েছে।
বিনিয়োগে আবেগ নয়, দরকার কৌশল
ট্রেজের প্রধান বিপণন কর্মকর্তা আফশিন সেটুদেহ বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, “গত ১৮ মাস বাজার ব্যবসায়ীদের অনুকূলে ছিল, তবে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। স্বর্ণের দামে ১০০–১৫০ ডলারের ওঠানামা এখন স্বাভাবিক ঘটনা। এলোমেলোভাবে বিনিয়োগে ঝাঁপ দেওয়া ঠিক নয়।” তার পরামর্শ, “বাজার থেকে শিখুন, শেখা কাজে লাগান, ঢেউয়ের সঙ্গে চলুন—কিন্তু আবেগপ্রবণ হবেন না।”
দৈএনকে/রে,আ
