মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • ‘আইটেম ডান্স কুইন’ তামান্না ভাটিয়াকে কটাক্ষ রাখি সাওয়ান্তের

    ‘আইটেম ডান্স কুইন’ তামান্না ভাটিয়াকে কটাক্ষ রাখি সাওয়ান্তের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমায় ঝড় তুলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমার ‘গফুর’ গানটিতে তার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায় বসতে যাচ্ছে।

    তবে তামান্নার এই নাচ ভালোভাবে গ্রহণ করতে পারেননি একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। রাখি অভিযোগ করেছেন, এখনকার নায়িকারা ‘আইটেম’ গানে নাচছেন, যার ফলে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে। রাখি বলেছেন, “আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত।”

    তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’ তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী।

    রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

    এক অনুষ্ঠানে তাকে প্রশংসা করে এক নারী বলেছিলেন, ‘তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।’ যদিও তামান্না নিজেকে কখনো ‘পৃথুল’ বলে ভাবেননি। বরং তার মতে, ‘আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।’

    বলিউডে এখন প্রশ্ন একটাই— ‘আইটেম কুইন’ উপাধি রাখির থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন