মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • জয়া আহসান হলুদ শাড়িতে ছড়ালেন সৌন্দর্যের জাদু

    জয়া আহসান হলুদ শাড়িতে ছড়ালেন সৌন্দর্যের জাদু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবারও ভক্তদের জন্য শেয়ার করলেন হলুদ শাড়ির বাহারে ধরা পড়া তার কিছু ছবি।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে রঙিন শাড়িতে, যা ফ্যাশনে তার অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। হলুদ রঙের শাড়ি ও কালো মিশ্র রঙের ছাপা মিলিয়ে হাস্যোজ্জ্বলভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, শান্ত অভিব্যক্তিতে দর্শকদের মন মাতিয়ে তুলেছেন।

    অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত অভিনেত্রী। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। তার শাড়িপ্রেম এবারই নতুন নয়। এর আগেও কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। তবে ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলেছেন এ অভিনেত্রী।
    জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক নেটিজেন সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তিনি বলেন, সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—রঙিন শাড়িতে রূপের মায়া। আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন