মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • হৃদয়ের দরজা খুলে দেই যাদের, তারা কীভাবে বিষ ঢেলে দেয়: পূর্ণিমা

    হৃদয়ের দরজা খুলে দেই যাদের, তারা কীভাবে বিষ ঢেলে দেয়: পূর্ণিমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র ও নাটকে বর্তমানে খুব একটা সক্রিয় নন চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন কোনো সিনেমা বা নাটকে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। তবে এবার কোনো গ্ল্যামারাস ছবি নয়, বরং এক আক্ষেপভরা স্ট্যাটাস দিয়েই আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    রোববার (১৯ অক্টোবর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

    পূর্ণিমার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভক্তরা কেউ বিস্মিত, কেউবা একাত্মতা প্রকাশ করেছেন তার কথায়।

    পোস্টে আরও লিখেন পূর্ণিমা, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

    অভিনেত্রীর এই দার্শনিক ও রূপকভাষার স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন—এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ কেউ লিখেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

    পোস্টের শেষ অংশে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

    দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক ও উপস্থাপনায় নিজের অবস্থান দৃঢ় করেছেন পূর্ণিমা। ব্যক্তিজীবনে সাধারণত আলোচনার বাইরে থাকলেও তার এই আত্মমুখী ও আবেগঘন স্ট্যাটাস ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন