মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • অগ্নিকাণ্ডে সিলেটের ব্লু বার্ড স্কুল কনসার্ট বাতিল

    অগ্নিকাণ্ডে সিলেটের ব্লু বার্ড স্কুল কনসার্ট বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সিলেটে ব্লু বার্ড স্কুলে আয়োজিত কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

    শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। 

    রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল। সেখানে তারা লিখেছে, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’

    বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, ‘অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে গেছে একের পর এক গুদাম, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।’

    শনিবার রাত ৯টার পর কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও আর্টসেলের ফ্লাইটটি বাতিল থাকে। সেটি উল্লেখ করে আর্টসেল জানায়, পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি আর উড়তে পারেনি।

    শেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্টসেল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন