শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj

পুতিন বৈঠকে ২৫ শতাংশ ব্যর্থতার আশঙ্কা: ট্রাম্প

পুতিন বৈঠকে ২৫ শতাংশ ব্যর্থতার আশঙ্কা: ট্রাম্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হবে।  

গত সাত বছরের মধ্যে এটি হবে পুতিন ও ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক। দুই শীর্ষ নেতার এই বৈঠকেই ইউক্রেন যুদ্ধের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক ব্যর্থ হওয়ার ২৫ শতাংশ আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

স্থানীয় সময় শুক্রবার শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট জনান, তিনি রুশ প্রেসিডেন্টকে ভয় পাবেন না আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিনের সঙ্গে কোনও চুক্তি চূড়ান্ত করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং তিনি (পুতিন) আমার সঙ্গে ঝামেলা করবেন না... আমি প্রথম দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই জানতে পারব... আমাদের বৈঠকটি ভালো নাকি খারাপ হবে।’

তিনি বলেন, ‘যদি বৈঠকটি খারাপ হয়, তাহলে এটি খুব দ্রুত শেষ হবে।  আর যদি ভালো বৈঠক হয়, তবে আমরা খুব নিকট ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।’

এছাড়া শীর্ষ সম্মেলন ব্যর্থ হওয়ার ২৫ শতাংশ আশঙ্কা রয়েছে বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি যে তিনি (পুতিন) একটি চুক্তি করতে যাচ্ছেন। এবং আমরা খুঁজে বের করতে যাচ্ছি - আমি খুব দ্রুত জানতে যাচ্ছি।’

শীর্ষ এই বেঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি।  তবে ট্রাম্প এই বৈঠকে পুতিনের সঙ্গে কোনও চুক্তি চূড়ান্ত না করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জানিয়েছেন, তিনি জেলেনস্কির সঙ্গে ত্রি-পক্ষীয় শীর্ষ সম্মেলন করার আশা করছেন, সম্ভবত এর পরপরই আলাস্কায়।

তিনি আরও জানান,  তার লক্ষ্য হল- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের দিকে এগিয়ে যাওয়া। 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটি এমন একটি বৈঠক হতে চলেছে যেখানে তারা একটি চুক্তি করবে।’

সূত্র: এনডিটিভি


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন