সবজির বাজারে আগুন–১০০ টাকার নিচে শুধু পেঁপে


টানা কয়েক দিন ধরে রাজধানীতে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে, যার প্রভাব আজও বাজারে স্পষ্ট। একদিকে থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে মৌসুমের শেষ- এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বৃদ্ধি- এই তিন কারণে সবজির দাম আরও চড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারদর অনুযায়ী- প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। তবে কচুর লতি, বরবটি, ঝিঙা, পটল, ধুন্দুল, মুলা ও করোলা- সবই প্রতি কেজি ১০০ টাকা। টমেটো ২২০ টাকা, মিষ্টি কুমড়া ৯০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গাজর ১৬০ টাকা এবং কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মহাখালী কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মনু মিয়া বলেন,
"আজ বাজারে এসে দেখি প্রায় সব সবজির দাম অতিরিক্ত। গত কয়েক সপ্তাহ ধরেই দাম বাড়ছে। অথচ বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। যদি সবজির এমন দাম থাকে, তাহলে সাধারণ মানুষ খাবে কী?"
মালিবাগ বাজারের আরেক ক্রেতা মমিনুর রহমানের অভিযোগ, "বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছু সবজির দাম আরও বেশি। বিক্রেতারা বৃষ্টি আর মৌসুম শেষের কথা বলছেন, কিন্তু দাম বেশি যাচ্ছে এক মাসেরও বেশি সময় ধরে।"
পাইকারি পর্যায়ের পরিস্থিতি জানাতে গিয়ে মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মাসুদ রানা বলেন, "আড়তে সরবরাহ কম, তাই পাইকারি দামে মাল কিনতে হচ্ছে বেশি দামে। বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, মৌসুমও শেষের দিকে। নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম এমনই থাকতে পারে।"
এন কে/বিএইচ
