শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি উত্তর পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ অত্যাচার বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায়: সালাহউদ্দিন আহমদ চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
  • কভার দিয়ে সাড়া ফেলে টেলর সুইফটের নতুন অ্যালবাম

    কভার দিয়ে সাড়া ফেলে টেলর সুইফটের নতুন অ্যালবাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পপ সংগীতের আইকন টেলর সুইফট ঘোষণা করেছেন নতুন অ্যালবামের। তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল’ আগামী ৩ অক্টোবর প্রকাশিত হবে। অ্যালবামের শিরোনাম গানে অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন সাব্রিনা কার্পেন্টার।

    এরইমধ্যে প্রকাশ করা হয়েছে অ্যালবামের কাভার ও গান তালিকা। বিশেষ করে প্রচ্ছদগুলোতে টেলরের চোখ ধাঁধানো উপস্থিতি নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের।

    বুধবার, ১৩ আগস্ট সুইফটের প্রেমিক ও সুপার বোল চ্যাম্পিয়ন ট্রাভিস কেলসি এবং তার ভাই জেসন কেলসির ‘নিউ হাইটস শো’ পডকাস্টে ও নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন সুইফট। তার ওয়েবসাইটে ইতিমধ্যেই বিভিন্ন ভ্যারিয়েন্ট বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে গ্লিটার অরেঞ্জ ভিনাইল, ডিলাক্স সিডি ও ক্যাসেট।

    Taylor Swift reveals 'Life of a Showgirl' album release date and cover as ' New Heights' podcast drops | The Courier Mail

    সুইফট জানান, অ্যালবামটি তিনি তৈরি করেছেন ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে। এটি প্রেরণা পেয়েছে তার ‘ইরাস ট্যুর’ চলাকালীন জীবনের আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ থেকে। তার ভাষায়, ‘এই অ্যালবামটি আমার জীবনের সবচেয়ে আনন্দময়, বুনো ও নাটকীয় সময় থেকে এসেছে। প্রতিটি গান এই অনুভূতিকে ধারণ করে।’

    তিনি আরও স্পষ্ট করে বলেন, এই অ্যালবামের ১২টি গানই চূড়ান্ত। আর কোনো অতিরিক্ত গান যোগ হবে না। এটি তার বহুদিনের স্বপ্নের অ্যালবাম। প্রতিটি গান এই অ্যালবামের অপরিহার্য অংশ বলে জানান তিনি। কোনোটি বাদ দিলে বা যোগ করলে অ্যালবামটি আর এমন গুরুত্বপূর্ণ থাকবে না।

    অ্যালবামের ঘোষণা ঘিরে ভক্তদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। ঘোষণার আগে সুইফটের অফিসিয়াল ওয়েবসাইটে রহস্যময় কাউন্টডাউন চলছিল যা শেষ হয় ১২ তারিখ রাত ১২টা ১২ মিনিটে। এরপরই প্রকাশিত হয় অ্যালবামের নাম ও কাভার।

    Taylor Swift (@taylorswift) • Instagram photos and videos

    অ্যালবামের গানগুলো হলো ‘দ্য ফেট অব ওপেলিয়া’, ‘এলিজাবেথ টেইলর’, ‘ওপালাইট’, ‘ফাদার ফিগার’, ‘এল্ডেস্ট ডটার’, ‘রুইন দ্য ফ্রেন্ডশিপ’, ‘অ্যাকচুয়ালি রোমান্টিক’, ‘উইশ লিস্ট’, ‘উড’, ‘ক্যানসেলড!’, ‘হানি’ এবং ফিচারিং সাব্রিনা কার্পেন্টার ‘দ্য লাইফ অব এ শোগার্ল’।

    গত বছর এপ্রিল মাসে প্রকাশিত টেলরের আগের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ এবং পরবর্তী ডাবল অ্যালবাম ‘দ্য অ্যান্থলজি’ ছিল বছরের সবচেয়ে বেশি বিক্রিত রেকর্ড। নতুন অ্যালবাম নিয়েও ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন