উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজের ঘাটতির কারণে মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এই সংকটের কারণে যাত্রীদের ভ্রমণে বিঘ্ন ঘটেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে; আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিমান সূত্র।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানিয়েছেন, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি আগামীকাল বুধবার (১৩ আগস্ট) পরিচালিত হবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন