বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক প্রাণের তিন কর্মীর কারাদণ্ড, কোম্পানির দাবি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ ভয় নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি: এনবিআর চেয়ারম্যান শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা অবৈধ অভিবাসনের মরীচিকা ও বেদনাদায়ক বাস্তবতা উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্র থেকে দুই জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!
  • রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 

    রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ উল্লাহর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। 

    রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টায় মাদ্রসার মাঠে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসিরা এ মানববন্ধন করেন।

    ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে শাহ্ মোহাম্মদ উল্লাহ রহমতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষের পদ বাগিয়ে নেন। অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মাদ্রাসার নামে থাকা রাজধানী ঢাকার ফ্ল্যাট, স্থানীয় প্রায় ৫ একর জমি ও মাছের ঘের দখল করে ভোগ করছেন। প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার গাছ কেটে নিয়েছেন। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রম চালু থাকলেও নারী শিক্ষা বিদ্বেষী অধ্যক্ষ ৪ তলা নতুন একাডেমিক ভবন থাকলেও নারী শিক্ষার্থীদের একটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে বাধ্য করাচ্ছেন। 

    যেখানে মেয়েদের স্যানিটেশন ব্যবস্থা নেই। মেয়েরা যাতে ৪ তলা ভবনের ওয়াশরুম ব্যবহার করতে না পারে সে জন্য তালাবদ্ধ করে রাখেন। তিনি ঠিকমত মাদ্রসায় আসেন না। মাদ্রাসার কর্মচারীদের তিনি তার পারিবারিক কাজে ব্যবহার করে আসছেন। বছরে ২ ওয়াজ মাহফিল ও মৌসুমি ফসলের কালেকশনসহ মাদ্রাসা ও এতিমখানার কোন আয়-ব্যয়ের হিসাব তিনি দেন না। তার এ সকল অবৈধ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি বছরের পর বছর মাদ্রাসা পরিচালনা পরিষদের পকেট কমিটি গঠন করে আসছেন। 

    সর্বশেষ চলতি বছরের কমিটি নিয়েও তিনি সীমাহীন দুর্নীতি করেছেন। তার এসব অনিয়ম ও দুর্নীতি রুখতে আজ আমরা সম্মিলিতভাবে মানববন্ধন করছি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এতে কাজ না হলে সামনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’

    মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আবু জাফর, প্রভাষক মোঃ সোলাইমান হোসেন, আব্দুল্লাহ আল মাহদী, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, শিক্ষার্থী অভিভাবক লিয়াকত হোসেন, শিক্ষার্থী অন্তরা আক্তার ও মাসুদ রানা।

    এ ব্যাপারে জানতে রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ উল্লাহর অফিস কক্ষে গিয়ে তাকে না পাওয়ায় মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

    তবে রহমতপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ নুর মোহাম্মদ মুঠোফোনে বলেন, ‘হুজুর আজ মাদ্রাসায় আসেননি। তার বিরুদ্ধে যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে সে ব্যাপারে আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন