নবীনগরে হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার ও উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন।
হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ও টেকসই সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। এ কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ সংস্থা আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে।
