বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক প্রাণের তিন কর্মীর কারাদণ্ড, কোম্পানির দাবি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ ভয় নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি: এনবিআর চেয়ারম্যান শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা অবৈধ অভিবাসনের মরীচিকা ও বেদনাদায়ক বাস্তবতা উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্র থেকে দুই জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!
  • নবীনগরে হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

    নবীনগরে হোপ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১০ আগস্ট) “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার ও উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন।

    হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ও টেকসই সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। এ কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

    অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

    উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ সংস্থা আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন