মৌসুম শুরুতে বার্সার জন্য হতাশাজনক সংবাদ


গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। এই আচরণের কারণে উয়েফা তাকে ও তার সহকারী মার্কাস সর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
শুক্রবার (৮ আগস্ট) ইউরোপিয়ান ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটি জানায়, শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ফলে আগামী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ডাগআউটে থাকতে পারবেন না ফ্লিক ও সর্গ।
এদিকে কোচের সঙ্গে আরেকটি ভিন্ন কারণে শাস্তি পেয়েছেন বার্সার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কি। অ্যান্টি ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী মানেননি তারা। দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা।
একই ম্যাচে দর্শকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোয় আড়াই হাজার ইউরো জরিমানা করা হয়েছে বার্সাকে। সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগে দুঃসংবাদই পেয়েছে কাতালান ক্লাবটি।
অন্যদিকে জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টারকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোয় ১১৫০০ ইউরো জরিমানা করেছে উয়েফা।
