বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক প্রাণের তিন কর্মীর কারাদণ্ড, কোম্পানির দাবি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ ভয় নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি: এনবিআর চেয়ারম্যান শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা অবৈধ অভিবাসনের মরীচিকা ও বেদনাদায়ক বাস্তবতা উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্র থেকে দুই জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!
  • ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়া ও আসিয়ান দেশগুলোর ভূমিকা জোরদার করার জন্য আহ্বান জানানো হবে বলেও জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খাজানের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হবে। আমরা গভীর সমুদ্রে মাছ ধরায় বিনিয়োগ করার জন্য মালয়েশিয়াকে আহ্বান জানাবো। সমুদ্রের ৪০-৫০ কিলোমিটারের মধ্যে আমরা ইলিশ মাছ বা অন্য মাছ শিকার করে থাকি। ডিপ সি ফিশিং আমাদের তেমন হয় না। অথচ আমাদের যে পুরো সামুদ্রই এলাকা তা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার।এটি বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি। প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাচ্ছেন।

    তিনি বলেন, প্রোটন হোল্ডিং ইলেকট্রিক যানবাহন নিয়ে কাজ করে। বাংলাদেশেও এটি প্রকীয়াজাতকরন করা যায় কী না এ বিষয়ে তাদের সাথে কথা হবে। মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটা’র প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা হবে।

    শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে জ্বালানি উপদেষ্টা যাবেন তিনি পেট্রোনাসে চেয়ারম্যান বসবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মালয়েশিয়ার কর্তৃপক্ষের বৈঠক হবে। সেখানে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের বিষয়ে কথা বলবেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি বেশ কয়েকটি বিজনেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি এই সফর সফল হবে। আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় অনেকে পড়তে যায় কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয় না। এ বিষয়টা নিয়েও আলোচনা করা হবে।

    তিনি আরও জানান, মালয়েশিয়ান অফিশিয়ালদের সাথে প্রায় সব বিষয়েই আলোচনা হবে। শ্রমবাজারের সাথে অনেক বিষয় জড়িত আছে। ড. আসিফ নজরুল শুরু থেকেই এ বিষয়ে লেগে আছেন। আমরা আশা করছি সামনে বিষয়টি আরও ভালো জায়গায় যাবে।

    আর মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের বিষয়ে বলেন, দুই দেশের পুলিশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এখন থেকে যেকোনও ধরনের তথ্য যাতে যাচাই বাছাই করা যায় এবং দ্রুত তথ্য শেয়ার করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন