ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন বেরোবি হল প্রভোস্ট


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগ পত্রে দেওয়া হয়েছে বলে জানান হলের সহকারী রেজিস্টার মো. আলআমিন।
পদত্যাগ পত্র পেয়েছেন কিনা জানতে চাইলে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমি দেখিনি। অফিসে দিয়েছি কিনা জানা নাই। রবিবার বলতে পারব।
এ ব্যাপারে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি৷
এছাড়া আরো বিভিন্ন দপ্তর থেকেও বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন