রবিবার, ১০ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কোরিয়ার বিপক্ষে সাময়িক সুবিধা পেলেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ সোহান-আফিফদের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল পৌঁছাল অস্ট্রেলিয়ার ডারউইনে আমাদের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র, আপস করবে না ভারত: নাইডু ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা তুরস্কের আহ্বান: গাজা দখল রোধে মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তুলুন নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশ কার্যক্রম, নজর রাখছে সরকার: প্রেস সচিব মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ এগিয়ে গেলেও সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া খসড়া ভোটার তালিকা প্রকাশ: নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অধ্যায়
  • বিশ্বকাপের আগে কোহলি-রোহিতকে নিয়ে অনিশ্চয়তা

    বিশ্বকাপের আগে কোহলি-রোহিতকে নিয়ে অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের দুই শীর্ষ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ফরম্যাটে ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন এই দুই অভিজ্ঞ তারকা। এবার ইংল্যান্ড সফর শেষে শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের পরিকল্পনায় নাকি জায়গা নেই কোহলি ও রোহিতের। এমনকি ওয়ানডে দল থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তাদের!

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে স্পষ্ট পরিকল্পনা সাজাতে চায় বিসিসিআই। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ২০২৭ বিশ্বকাপের সময় কোহলি-রোহিতের বয়স থাকবে চল্লিশের ঘরে। এমন বয়সে নিজের ফিটনেস ধরে রাখাটাই চ্যালেঞ্জ।

    হেড কোচ গৌতম গম্ভীর এখন থেকে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন। কড়া হেডমাস্টার খ্যাত গম্ভীরের গুডবুকে এই দুজন থাকলেও ফিটনেস ইস্যুতে কোনো ধরণের ছাড় না দেওয়ার আভাস পাওয়া গিয়েছে।

    টেস্ট ও টি-টোয়েন্টির মাঝে ভারত ২০২৬ সালের ভেতর ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদি কোহলি-রোহিতকে নিয়ে বিসিসিআই সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এই সিরিজ দিয়ে ফিরবেন দুজন।

    কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে নাম প্রকাশ অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘হ্যা এটি (রোহিত-কোহলির ওয়ানডে ক্যারিয়ার) দ্রুত আলোচনা করা হবে। পরবর্তী বিশ্বকাপের আগে আমাদের কাছে আরও দু বছর আছে। কোহলি-রোহিত দুজনেই তখন চল্লিশ(বয়স) হয়ে যাবে, যেহেতু আমাদের শেষ জয়(বিশ্বকাপ) ২০১১ সালে এসেছিল, তাই বড় এই ইভেন্টের আগে আমাদের পরিষ্কার একটি পরিকল্পনা থাকা উচিত। এই সময়ে আমাদের কিছু তরুণদেরও সুযোগ দিয়ে দেখতে হবে।’

    চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নভেম্বরে সাউথ আফ্রিকা ও নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আছে ভারতের। এ বছর ৫০ ওভারের একাধিক ম্যাচ থাকায় অনেকেই ধারণা করছেন এ সময়ে কোহলি-রোহিতদের আরও সুযোগ দিয়ে দেখতে চায় বিসিসিআই, বিশেষ করে তাদের ফিটনেস ইস্যুতে।

    তবে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা পিটিআইকে রোহিত-কোহলির ভারতীয় ক্রিকেটে অবদান উল্লেখ করে ভিন্ন এক ইঙ্গিত দিয়েছেন। যা রোহিত-কোহলি ভক্তদের জন্য খানিকটা দুঃসংবাদ।

    এই দুই ক্রিকেটারের সঙ্গে বিসিসিআই খোলামেলা আলোচনা করবে জানিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘দেখুন, কোহলি ও রোহিত দুজনেই সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন দলের জন্য এবং ক্রিকেট বিশ্বের জন্য। ওরা প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছে। তাই আমি মনে করি এখানে কেউই কাউকে কিছুতে বাধ্য করার প্রশ্নই আসে না। কিন্তু বিশ্বকাপের আগের ওয়ানডে চক্র শুরুর আগে ওদের সঙ্গে পেশাদার এবং খোলামেলা আলোচনা হবে – ওরা মানসিক ও শারীরিকভাবে কোন পর্যায়ে আছে তা দেখার জন্য। সবকিছুই নির্ভর করছে এসবের ওপর।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন