আল হিলালের সিদ্ধান্তে বিপর্যয়, আসছে বড় শাস্তি


সৌদি আরবের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব আল হিলাল বড় ধরনের শাস্তির সম্মুখীন হয়েছে। চলতি মৌসুমে সৌদি সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় ক্লাবটিকে অর্থদণ্ডের পাশাপাশি আগামী মৌসুমেও এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ম ভঙ্গের দায়ে এই শাস্তি কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর টুর্নামেন্টে অংশ না নিয়ে শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা ৫৯(৩) ভঙ্গ করেছে আল হিলাল। এর ফলে ক্লাবটিকে ৫ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ১ কোটি ৬২ লাখ বাংলাদেশি টাকা জরিমানা করা হয়েছে।
ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে খেলোয়াড়দের ক্লান্তির দোহাই দিয়ে এবারের সুপার কাপ থেকে সরে দাঁড়ায় আল হিলাল। যদিও ক্লাবটি গত ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
শাস্তির অংশ হিসেবে আল হিলাল এবারের আসরের কোনো অর্থ পাবে না এবং যোগ্যতা অর্জন করলেও পরের মৌসুমে অংশ নিতে পারবে না। তবে তাদেরকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে।
এবারের সৌদি সুপার কাপ অনুষ্ঠিত হবে হংকংয়ে, ১৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। চার দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আল নাসর, আল ইত্তিহাদ, আল আহলি ও আল কাদসিয়া।
২০ আগস্ট আল কাদসিয়ার মুখোমুখি হবে আল আহলি, যারা আল হিলালের পরিবর্তে অংশ নিচ্ছে। অন্যদিকে ১৯ আগস্ট আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট।
