শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ৩ আগস্ট ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে ড. মঈন খান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের পরিণত আত্মপ্রকাশ টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানো স্বস্তিদায়ক অগ্রগতি: আমীর খসরু দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন পরমাণু প্রযুক্তিতে ইরানের অগ্রগতি অব্যাহত: আব্বাস আরাগচি সিলেটে দুর্বৃত্তদের হামলায় দুই খাসিয়া পরিবারের জুমবাগানে ব্যাপক ক্ষতি রাজধানীর বাজারে সবজির দাম বাড়তি, বেগুন ও বরবটি শীর্ষে ক্ষুধার্ত শিশু আমিরকে ত্রাণ কেন্দ্রে গিয়েই গুলি করলো ইসরায়েল
  • সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ

    সৌদি-ইন্দোনেশিয়া যৌথ পরিকল্পনায় মক্কায় হজ গ্রাম নির্মাণের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ‘হজ গ্রাম’ নির্মাণের জন্য জমি ক্রয়ের পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার (৩০ জুলাই) দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

    বৈঠক শেষে রোজান রোজলানি জানান, সদ্য শেষ হওয়া এক বৈঠকে প্রেসিডেন্ট প্রাবোবো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে হজ গ্রাম নির্মাণের প্রস্তাব দেন। প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেন যুবরাজ, এবং দু’দেশ এ প্রকল্পে একমত হয়।

    ইন্দোনেশিয়া চায় তাদের হজযাত্রীদের জন্য মক্কার কাছাকাছি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন ও সেবা কেন্দ্র গড়ে তুলতে, যা ভবিষ্যতে মুসলিম বিশ্বের অন্য দেশগুলোকেও একই রকম উদ্যোগে উদ্বুদ্ধ করতে পারে।

    ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, মক্কার রয়্যাল কমিশন হজ গ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে। যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটি আকার ২৫ থেকে ৮০ হেক্টর।

    তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন।

    এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে।

    গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরাহ করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে।

    এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন