শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু গুলশানে চাঁদা দাবির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেফতার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা আসতে পারে শাহবাগে জুলাই সনদ দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি, যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা রাজধানীতে ‘গোপন বৈঠক’: নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২২ জন গ্রেপ্তার পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া বার্তা সংসদের উচ্চকক্ষ ১০০ আসনের, সদস্য মনোনয়ন হবে আনুপাতিক হারে পলিথিন ও শব্দ দূষণ রোধে জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন
  • সমর্থকরা ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ট্রাম্পের মন্তব্য

     সমর্থকরা ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ট্রাম্পের মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে অনেকের মধ্যে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতার সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, “আমাদের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”

    এই মন্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, ইসরায়েলের বর্তমান কার্যক্রম ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার প্রভাব নিয়ে রিপাবলিকান ঘাঁটিতেও অসন্তোষ বাড়ছে। তিনি আরও বলেন, “যা ঘটছে, তা আগে কখনো দেখা যায়নি।”

    ট্রাম্পের এই বক্তব্য ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি ও ইসরায়েলের প্রতি ঐতিহ্যগত সমর্থনের প্রেক্ষাপটে।

    ওই ইহুদি ট্রাম্পের দলকে অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

    ফিন্যান্সিয়াল টাইমসকে মধ্যপ্রাচ্যবিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের সমর্থকদের মধ্যে শক্তিশালী ইহুদি ও ইসরায়েল বিরোধী অবস্থান তৈরি হচ্ছে। যা হোয়াইট হাউজের নজরেও এসেছে।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছিল। এতে করে সেখানে খাদ্য সংকটের দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মানুষকে না খেয়ে থাকতে হচ্ছিল। না খেতে পেয়ে শিশুরা অপুষ্টিতে ভুগে মৃত্যুর দ্বারপ্রান্তে আছে— এমন কিছু ছবি বিশ্ব মিডিয়ায় প্রকাশ পায়। এরপর এ নিয়ে হৈ চৈ শুরু হয়।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য গাজার মানুষকে অভুক্ত রাখার বিষয়টির সমালোচনা করেন। এরমধ্যে জানা গেলো, ট্রাম্প ইহুদি দাতাকে বলেছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছেন।

    গত সপ্তাহে ডানপন্থি জর্জিয়ার রিপাবলিকান নেত্রী ও ট্রাম্পের কট্টর সমর্থক মেজোরি টেইলর গ্রিন স্পষ্টভাষায় বলেন, গাজায় গণহত্যা চলছে।

    এদিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জমিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে দাবি করেছেন এসব খবর মিথ্যা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন