ফ্যাশন দুনিয়ায় হেয়ার হার্ডওয়্যার ঝড় তুলছে কেন?


সাধারণ ববি পিন আর প্লেইন হেয়ারব্যান্ডের দিন শেষ! এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘হেয়ার হার্ডওয়্যার’। র্যাম্প শো হোক বা রেড কার্পেট, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ট্রিট স্টাইল, সবখানেই এখন চোখে পড়ছে এই নতুন হেয়ার ট্রেন্ড। চকচকে মেটাল ক্লিপ, আর্কিটেকচারাল বারেট, সোনালি কাফ বা অলংকারের মতো দেখতে চুলের পিন। এগুলো শুধু ব্যবহারিক নয়, বরং একেবারে স্টাইল স্টেটমেন্ট।
হেয়ার হার্ডওয়্যার আসলে কী?
হেয়ার হার্ডওয়্যার বলতে এমন ধরনের হেয়ার অ্যাকসেসরিগুলোকে বোঝায়, যেগুলো বেশ মজবুত এবং ধাতব অলংকার। এটা শুধু চুল গুছিয়ে রাখে না, বরং ফ্যাশনের অংশ হয়ে দাঁড়ায়। স্ক্রাঞ্চি বা প্লাস্টিক ক্লিপের জায়গায় এগুলোর ডিজাইন বেশ জ্যামিতিক। পুরাতন আমলের অনুপ্রেরণায় তৈরি বা একেবারে শিল্পসুলভ।
ব্রাশড গোল্ডের বড় ক্ল জুড়ে ক্লিপ হোক কিংবা চাঁদ বা পাতার আকৃতির চিকন স্লাইড-ইন পিন—হেয়ার হার্ডওয়্যার। খুব সাধারণ হেয়ারস্টাইলেও দারুণভাবে উপস্থাপন করে। লো বান, স্লিক পনিটেল কিংবা ব্রেইডেড ক্রাউন, সব জায়গাতেই চলছে এর জয়জয়কার।
এখন কেন এত জনপ্রিয়?
এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে আছে কয়েকটি কারণ।
মিনিমাল ফ্যাশনে আগ্রহ: মিনিমাল ফ্যাশন আর পরিষ্কার কাট ডিজাইনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেখানে সূক্ষ্ম অথচ দৃষ্টিনন্দন হেয়ার হার্ডওয়্যার হয়ে উঠেছে ব্যক্তিত্ব প্রকাশের এক মার্জিত উপায়।
স্টেটমেন্টে সরলতা: বিউটি রুটিনে অনেকেই এখন সময় দিতে চায় না। একটুকরো মেটাল পিন বা কাফ পরিয়ে নিলেই পুরো লুক বদলে যাচ্ছে, কোনো বাড়তি ঝামেলা নেই।
সোশ্যাল মিডিয়া ইফেক্ট: টিকটক আর ইনস্টাগ্রাম এখন ভর্তি হেয়ার টিউটোরিয়ালে। কীভাবে হেয়ার কাফ, ক্লিপ আর পিন ব্যবহার করে সহজেই স্টাইলিশ হওয়া যায়, তা দেখিয়ে দিচ্ছে নতুন প্রজন্ম।
রেড কার্পেট অনুমোদন: জেন্ডায়া, হেইলি বিবার, দীপিকা পাড়ুকোন, তাঁরা যখন মেটাল হেয়ার অ্যাকসেসরি পরে হাজির হন, তখন সেটা ট্রেন্ড হবেই।
কীভাবে ব্যবহার করবেন হেয়ার হার্ডওয়্যার?
- মিনিমাল লুকে চাইলে: স্লিক সাইড পার্টে একটা সোনালি পিনই যথেষ্ট।
- এডিটোরিয়াল বা জেন-জেড ফ্লেভারে: একাধিক বারেট একসঙ্গে পরুন।
- লো পনিটেলকে গ্ল্যামারাস করতে: পনিটেলের গোড়ায় ধাতব কাফ বেঁধে নিন।
- মেসি বানেও ভিন্নতা: স্কাল্পচারের মতো হেয়ার ফর্ক ব্যবহার করুন, মডার্ন ফ্লেয়ার পাবেন।
চুলে গয়নার মতো অলংকার পরা এখন আর শুধু রাজকীয় ফ্যাশনের বিষয় নয়। বরং আপনার ব্যক্তিত্বের সুরুচি ও স্টাইল সেন্সের নিঃশব্দ প্রকাশ। তাই আপনার ড্রয়ারে একটা স্টেটমেন্ট পিন রাখতেই পারেন।
দৈএনকে/জে, আ
