শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আড়াই ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত নয়, কোচ-প্রস্তুতি নিয়েই রয়ে গেল প্রশ্ন দ্বিতীয় ম্যাচেও কি 'পরীক্ষাগার' বানানো হবে বাংলাদেশ দলকে? হত্যাকাণ্ড ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত থামবো না: আহসান খান পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডে বিচারহীনতার প্রতিচ্ছবি ও রাজনীতির সংকট বিশ্বরেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে সব ভিডিও চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি
  • ইসরায়েলবিরোধী গান ‘বুম বুম তেল আবিব’ ইরানে ভাইরাল

    ইসরায়েলবিরোধী গান ‘বুম বুম তেল আবিব’ ইরানে ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলকে লক্ষ্য করে তৈরি করা একটি গান মধ্যপ্রাচ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‘বুম বুম তেল আবিব’ শিরোনামে ওই গানটি প্রকাশিত হয় ২০ জুন, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে।

    ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ডসংখ্যক ৫৭৭ মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলে। কেবল ইরান বা মধ্যপ্রাচ্যেই নয়, গানটি রাশিয়াতেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

    সামাজিক মাধ্যমে গানটি ঘিরে চলছে নানামুখী প্রতিক্রিয়া—অনেকে এটিকে একটি প্রতিরোধের প্রতীক হিসেবে দেখছেন, আবার অনেকেই এর উসকানিমূলক ভাষা ও বার্তার সমালোচনা করছেন।

    রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই গান ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে, বিশেষ করে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষিতে এর প্রভাব ও তাৎপর্য ঘিরে বিশ্লেষণ শুরু হয়েছে বিভিন্ন মহলে।

    অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজের সাথে ‘বুম, বুম, তেল আবিব’ গানের ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যুক্ত করেছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস।

    গানের একটি অংশ হলো- তোমার সকল মন্দ কাজের জন্য তুমি মন্দ ফলাফল পাবে, তুমি মৃত শিশুদের নিয়ে উপহাস করছিলে / কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ, ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশ আলোকিত করে দিয়েছে, এখন তুমি ফিলিস্তিনিদের মতো আতঙ্কিত বোধ করছ। অবাক করার বিষয় হলো এই গান তৈরি করেছেন একজন মার্কিন শিল্পী।

    ‘বুম বুম তেল আবিব’ গানের কথাগুলো একটি রাজনৈতিক বক্তব্যের মতো—এমন একটি বক্তব্য যা আবেগগতভাবে উজ্জীবিত হলেও, বিশ্বজুড়ে এমন মানুষের মধ্যে অনুরণিত হয়েছে যারা ইসরায়েলের শাসনব্যবস্থার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছে। গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী বসতি স্থাপনকারীদের উল্লেখ করা হয়েছে।

    ইরানে ঝড় তুলেছে ইসরায়েলকে নিয়ে গান ‘বুম বুম তেল আবিব’
    অশ্লীলতার অভিযোগে বেলি ড্যান্সার গ্রেপ্তার (ভিডিও)
    নেটিজেনরা বলেছেন, বুম বুম তেল আবিব গানটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছে! এটি ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি আঘাতকারী সঙ্গীত। ইতোমধ্যে বুম, বুম, তেল আবিব টি শার্টও বের হয়েছে।

    এ বিষয়ে লুকাস গেজ নামে ওই মার্কিন শিল্পী বলেন, যে উপাদানটি এই গানকে বাস্তবায়িত করেছে : ন্যায়বিচারের জন্য মানবতার আকাঙ্ক্ষা, অপরাধের জন্য মূল্য দেওয়া। বিশ্বের মানুষ বেশিরভাগই আবেগ দ্বারা চালিত; সঙ্গীত তাদের হৃদয়ে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি মানুষের আবেগকে অন্য যে কোন কিছুর চেয়ে বেশি নাড়া দেয়।

    শিল্পী আরও ব্যাখ্যা করেন, যেহেতু শত্রুরা তরুণদের মনকে বিষাক্ত করার জন্য সঙ্গীত শিল্পকে ব্যবহার করেছে, তাই শিল্পীদের জন্য সঙ্গীতকে প্রতিষেধক হিসেবে রূপান্তর করা যুক্তিসঙ্গত।

    লুকাস গেজ ইরানের জনগণকে সরাসরি সম্বোধন করে বলেন, আমি ইরানের জনগণকে জানাতে চাই যে আমার মতো অনেক আমেরিকান বুঝতে পেরেছে যে আমাদের সরকার একটি বিদেশী শত্রু পরজীবী দ্বারা দখল করা হয়েছে। যারা মার্কিন নাগরিকদের মগজ ধোলাই করেছে। যারা মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করেছে। আমেরিকাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য তার গোলেমে পরিণত করেছে।

    তিনি আরও বলেন, আমরা যারা এই সত্যে জেগেছি তারা ইরানের সাথে যুদ্ধ চাই না; গত কয়েক দশক ধরে আমাদের দখলকৃত সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কখনই জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিনিধিত্ব করে না।

    এই গানের বিষয়ে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, বুম বুম তেল আবিব গানটি ইরানের জনসাধারণের কূটনীতির প্রতীক হয়ে উঠেছে।


     


    দৈএনকে/ এস. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন