‘এক্স’ ছাড়লেন ইয়াক্কারিনো, সিইও পদে হঠাৎ ইস্তফা


প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর, ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে লিন্ডা ইয়াক্কারিনো পদত্যাগ করেছেন।
বুধবার হঠাৎ করেই তিনি ‘এক্স’ ছাড়ার ঘোষণা দেন, যা প্রযুক্তি জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও পদত্যাগের নির্দিষ্ট কারণ তিনি বিস্তারিতভাবে জানাননি, তবে অভ্যন্তরীণ নানা চাপ ও পরিবর্তনের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই।
২০২3 সালে এনবিসি ইউনিভার্সাল থেকে ‘এক্স’-এ যোগ দিয়েছিলেন ইয়াক্কারিনো। তার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্ল্যাটফর্মের ব্যবসায়িক কাঠামো ও বিজ্ঞাপন খাত পুনর্গঠনের চেষ্টা চালিয়ে আসছিলেন।
তার বিদায়ের পর প্রশ্ন উঠেছে—এবার ‘এক্স’-এর ভবিষ্যৎ নেতৃত্বে কে আসছেন এবং ইলন মাস্কের পরিকল্পনায় কী পরিবর্তন আসবে?
সম্প্রতি একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’। এরই মাঝে বুধবার আচমকাই ‘এক্স’-এর সিইও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন লিন্ডা ইয়াক্কারিনো। যদিও ‘গ্রোক’-কেন্দ্রিক বিতর্কের সঙ্গে তার পদত্যাগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ‘গ্রোক’ নিয়ে ব্যবহারকারীদের পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার, অনেকেই দাবি করেন যে, তাদের প্রশ্নের জবাবে চ্যাটবটটি ইহুদিবিদ্বেষী মন্তব্য করছে।
এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে অপমান করার অভিযোগেও বিতর্কে জড়িয়েছে ‘গ্রোক’। বিষয়টি নিয়ে তুরস্কের একটি আদালত চ্যাটবটটির নির্দিষ্ট কিছু বিষয়বস্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি, তুরস্ক সরকার চাইছে দেশজুড়ে পুরোপুরি ‘গ্রোক’ নিষিদ্ধ করতে।
তবে শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, ভারতেও ‘গ্রোক’ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, হিন্দি ভাষায় প্রশ্ন করলে চ্যাটবটটি আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করছে।
এইসব বিতর্কের মধ্যেই ‘এক্স এআই’-এর সঙ্গে একীভূত হয়েছে ‘এক্স’। মাস্ক কিছুদিন আগেই ‘এক্স’-কে তার আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রতিষ্ঠান ‘এক্স এআই’-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। যদিও দুই সংস্থা আগে থেকেই ঘনিষ্ঠভাবে কাজ করছিল, এ সিদ্ধান্তের ফলে নতুন করে প্রশ্ন ওঠে ইয়াক্কারিনোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে।
২০২৩ সালের জুনে, ‘টুইটার’ যখন নাম বদলে হয়ে ওঠে ‘এক্স’, তখন থেকেই সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াক্কারিনো। পরিবর্তনের এই সময়েও তিনি নেতৃত্বে ছিলেন, তবে মাত্র দুই বছরের মাথায় আচমকা তার বিদায় নতুন জল্পনার জন্ম দিয়েছে।
নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে একটি সমাজমাধ্যম পোস্টে লিন্ডা ইয়াক্কারিনো বলেন, ‘এক্স এআই’-এর সঙ্গে যুক্ত হওয়ার পর ‘এক্স’ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে সামনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। তবে ঠিক কেন এই মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
