উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতি নির্বাচন: ড. নুর-মাহাবুব প্যানেলের নিরঙ্কুশ বিজয়


উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ শনিবার (২৮ জুন) সমিতির নিজস্ব কার্যালয়ে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে, যেখানে ড. নুর–মাহাবুব প্যানেল ২১টি পদের মধ্যে ২০টি পদেই জয় লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার ড. আনোয়ার হাসান নুর এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহাবুব)।
বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: এস এম মুজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান, পাপন রহমান, মোঃ শহীদ ফারুকী, মোঃ আব্দুছ ছালাম, ডঃ মোঃ শাহাদৎ হোসেন, মোঃ এমদাদুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহ মরতুজা কামাল এবং আরও ১০ জন সদস্য।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (মাহাবুব) বলেন, “এই বিজয় এলাকার জনগণের বিজয়। সকলের দোয়া ও সহযোগিতায় আমরা আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
নির্বাচনের সুষ্ঠু পরিচালনা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।
