মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) দেশটির সংবাদমাধ্যম ও প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়। বিস্ফোরণটি ঘটে সিগাচি কেমিক্যালস নামক একটি প্রতিষ্ঠানের একটি চুল্লিতে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের শনাক্তকরণ কাজ চলছে। বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শোক জানিয়ে বলেন, “তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেন তিনি।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালেই কারখানাটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। এরপর দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শুরু হয় উদ্ধার অভিযান।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানিয়েছেন, বিস্ফোরণে ছাদের অংশ ছিটকে পড়ে এবং শ্রমিকদের মরদেহও দূরে ছিটকে যায়। ঘটনাটি চরম বেদনাদায়ক ও মর্মান্তিক বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াজনিত কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে এই ঘটনার ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ’ তদন্ত দাবি করেছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মা।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ