যুবদল নেতা মুরাদ চৌধুরীর তত্ত্বাবধানে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার চৌমুহনী- রানীরহাট ডিসি সড়কের লালানগর অংশে রাস্তার দুই পাশে এই বৃক্ষ রোপণ করা হয়। এসময় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি তারেক রহমানে নেতৃত্বে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে ও শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
লালানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও
লালানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক এম এইচ সুমনের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এস এ মুরাদ চৌধুরী বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবেশ বান্ধব আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছে যুবদল। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পর্যায়ক্রমে ৫০ হাজার বৃক্ষ চারা রোপণ করবে।'
এসময় তিনি দলের নেতাকর্মীদের দেশপ্রেম ও সততার সাথে জনগণের কল্যাণে কাজ করার আহবানও জানান।
উক্ত বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দীন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক বাচু, জেলা যুবদলের সহসভাপতি আজাদ খান, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ মাসুম, উপজেলা বিএনপি নেতা কামাল উদ্দীন চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দীন, সদস্য সচিব মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ সিকদার, ইউনুস তালুকদার, বখতিয়ার তালুকদার, জসিম উদ্দিন, মো. আজাদ, মিজানুর রহমান, মোমিন সিকদার, জি এস শোয়াইব কাদের, আজিজুল হক লিটন, সুমন তালুকদার, শামসুল আলম, মো: ইমরান, মাসুদ বিন উমর, জাহেদুল ইসলাম, মিজান, এনাম খান, সোহেল, মো. ইয়াকুব, সিরাজ মেম্বার, আবু তাহের, ছাত্রনেতা আবদুর রহমান,
লোকমান, রাজু, মো. এরফান ও ওমর ফারুক প্রমুখ।
