মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন সিইসি নাসির উদ্দিন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন সিইসি নাসির উদ্দিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গত বৃহস্পতিবারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বৈঠকটি আলোচনায় আসে বিশেষ করে যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সিইসির বৈঠকের খবরে।

এতদিন এ বিষয়ে সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। সিইসিও ছিলেন নীরব। তবে আজ (মঙ্গলবার) তিনি প্রথমবারের মতো ওই বৈঠক নিয়ে মুখ খুলেছেন। 

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই বৈঠক প্রসঙ্গে কথা বলেন তিনি।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। তবে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়নি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।

বৈঠক বিষয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, যোগ করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন