মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা

নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "নির্বাচনের জন্য যে অর্থ বরাদ্দ প্রয়োজন, সেখানে আমরা কোনো কার্পণ্য করবো না।"

বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজি আমদানির বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এলএনজি আসলে সার সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।"

এছাড়া বৈঠকে রংপুর অঞ্চলের ৩০টি স্কুল আধুনিকায়ন (রিনভেন্ট) করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন