মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা, উদ্বোধন করেন তারেক রহমান জলবায়ু পরিবর্তন: কীভাবে এবং কেন ঘটছে? জুলাই: স্মৃতির প্রদীপে আগামী সম্ভাবনার রেখাচিত্র বুকিং মানির ফাঁদে ২ হাজার কোটি টাকার প্রতারণা বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাস ঘোষণা করার আহ্বান প্রধান উপদেষ্টার কোটাবিরোধী আন্দোলনকারীদের জন্যই নতুন করে চালু হচ্ছে কোটা
  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ

    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশে শুরু হয় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচিত হওয়া ‘কোটা সংস্কার আন্দোলন’ অল্প সময়েই রূপ নেয় একটি বিস্তৃত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। তিন দিনের কর্মসূচি দিয়ে শুরু হওয়া এ প্রতিবাদ পরবর্তীতে ছড়িয়ে পড়ে সারাদেশে, যা পরিণত হয় বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে।

    এই ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত প্রকাশ ঘটে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ, যা চলে টানা ৩৬ দিন।

    এই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি চলবে আজ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।

    অন্তর্বর্তী সরকারের কর্মসূচি: আজ মঙ্গলবার শহীদদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। দেয়া হবে ‘জুলাই ক্যালেন্ডার’। শুরু হবে ‘গণস্বাক্ষর কর্মসূচি’, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া জুলাইয়ের শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘শহীদ শিক্ষাবৃত্তি’ চালু করা হবে।

    বিএনপির কর্মসূচি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপিও পৃথকভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এতে রয়েছে—

    বিজয় মিছিল, মৌন মিছিল ও ছাত্র সমাবেশ

    আলোচনা সভা ও সেমিনার

    রক্তদান কর্মসূচি, পথনাটক ও গ্রাফিতি অঙ্কন

    শিশু অধিকারবিষয়ক আয়োজন

    ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক কার্যক্রম

    আজ রাতেই ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি হবে। আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে জাতীয় আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    এনসিপির কর্মসূচি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ থেকে শুরু করছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যার স্লোগান—‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া—

    ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলের ইশতেহার পাঠ

    ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’

    ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালন করা হবে

    জামায়াতে ইসলামীর কর্মসূচি: বাংলাদেশ জামায়াতে ইসলামীও এই বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন