মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আমরা এবার নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন সিইসি নাসির উদ্দিন নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা, উদ্বোধন করেন তারেক রহমান জলবায়ু পরিবর্তন: কীভাবে এবং কেন ঘটছে? জুলাই: স্মৃতির প্রদীপে আগামী সম্ভাবনার রেখাচিত্র বুকিং মানির ফাঁদে ২ হাজার কোটি টাকার প্রতারণা বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
  • বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

    বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে।

    দলীয় সূত্রে জানা গেছে, যারা অতীত রাজনৈতিক আন্দোলনে প্রিয়জন হারিয়েছেন সেইসব শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে অংশ নেবেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতারা।

    এ বিষয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

    অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন