পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


কৃষিই সমৃদ্ধি খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পটুয়াখালীর দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নের ২হাজার ৫০ জন কৃষকদের মাঝে বিনা মূল্য বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন-জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, দশমিনা পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুবাইয়েত মোর্শেদ মিশুক সহ বিভিন্ন দপ্তর প্রদান, কৃষক এবং কৃষানীগন প্রমূখ।
