বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিজিবি'র ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রেসসচিব নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত: ভোটের মার্কা শাপলা নয় নীলফামারিতে দেড় লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ ৫ দেশে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল নির্বাচন কমিশন বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান ভুটানকে বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ প্রধান উপদেষ্টার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের বাংলাদেশ প্রসঙ্গ
  • বিশ্বজুড়ে বিক্ষোভের শঙ্কা, আমেরিকানদের নিরাপত্তা সতর্কতা জারি

    বিশ্বজুড়ে বিক্ষোভের শঙ্কা, আমেরিকানদের নিরাপত্তা সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। রবিবার (২২ জুন) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে উত্তেজনার কারণে বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য নিরাপত্তা হুমকি এড়াতে সকলকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

    বিবৃতিটি জারি হওয়ার পর একাধিক মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যম এই খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং মার্কিন সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই সতর্কতা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন স্থানীয় নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করেন, জনসমাগম এড়িয়ে চলেন এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেন।

    পররাষ্ট্র দফতরের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

    মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, মধ্যপ্রাচ্যে দ্রুত বেড়ে চলা সংকট বিদেশে ভ্রমণরত বা অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

    শনিবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে— বিমান হামলা চালায়। এই বোমাবর্ষণে ক্ষুব্ধ হয়ে ইরান হুঁশিয়ারি দেয়, এই হামলার ‘অপূরণীয় পরিণতি’ হবে।

    রবিবার তেহরান সরাসরি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে হামলার হুমকি দিয়ে জানায়, প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনারা আক্রমণের মুখে পড়তে পারে।

    যুক্তরাষ্ট্রও ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। শনিবার তারা ইসরায়েল এবং পশ্চিম তীরে আটকে পড়া মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে।

    একইসঙ্গে ইরাক ও লেবাননে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতর পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

    এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন