বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের জেল

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের জেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানির ছেলে আবদুল মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে আবদুল মন্নাফ ও তার স্ত্রী রোকসানা বেগমকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার কাজ শেষ করে বুধবার রায় দেন। রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় মন্নাফ ও তার স্ত্রী রোকসানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন