বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

নীলফামারিতে দেড় লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন

নীলফামারিতে দেড় লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

১৫ মে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

নীলফামারীর ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামের একটি নার্সারীতে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় দেড় লাখ আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. এস. এম আবু বকর সাইফুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে আজ বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামে মিজানুর রহমানের নার্সারীতে দেড় লাখ আকাশমনি গাছের চারা নিধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারীতে এ নিধন কার্যক্রম চলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন