ভারতের গুজরাটে ভয়াবহ সেতু ধস, নিহত ৯


ভারতের গুজরাট রাজ্যের ভদোদরার পাদ্রা তালুকায় ভয়াবহ এক দুর্ঘটনায় গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়েছে। বুধবার সকালে ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এই সেতু ধসে প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন।
হঠাৎ করে সেতুর একাংশ ভেঙে পড়লে বেশ কয়েকটি যানবাহন নিচে পড়ে যায়। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অংশ নেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, যারা জানায়—সকালেই সেতুটির ওপর ব্যাপক যানজট ছিল, আর ঠিক সেই সময়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
সেতুটি কী কারণে ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বহুদিন ধরে সেতুর রক্ষণাবেক্ষণ না হওয়াকেই প্রাথমিকভাবে কারণ হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় অন্তত নয়জন নিহত হন এবং কয়েকটি গাড়ি মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায়। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
ভেঙে পড়া এ সেতুটি ভদোদরা ও আনন্দ জেলাকে সংযুক্ত করেছে। এটি ভেঙে পড়ায় দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায়, তারপরই সেতুর একটি অংশ ভেঙে যানবাহনগুলো পানিতে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও ভদোদরা জেলা প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে যোগ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রশাসন এলাকা ঘিরে রেখেছে। এ ছাড়া সেতুধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, মধ্য গুজরাটকে সৌরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এক বাসিন্দা বলেন, অনেকবার সতর্ক করার পরও সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা উপেক্ষা করা হয়েছে। এটি শুধু দুর্ঘটনার জন্য নয়, আত্মহত্যার জায়গা হিসেবেও কুখ্যাত।
কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আনন্দ ও ভদোদরা জেলার মূল গম্ভীরা সেতু ধসে পড়েছে। এসময় অনেক গাড়ি নদীতে পড়েছে। এতে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বিকল্প রাস্তা চালু করতে হবে।
প্রশাসন জানিয়েছে, শিগগির এলাকার অন্যান্য সেতুরও টেকনিক্যাল পরিদর্শন ও নিরাপত্তা অডিট করা হবে।
