রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • হাইকোর্টের সিদ্ধান্তে আপত্তি, সুপ্রিম কোর্টে গেলেন ইমরান খান এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা: রিজভী মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১ সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদ’ এর খসড়া: ড. আলী রীয়াজ তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার
  • পাকিস্তানের আকাশে ভারতের ‘কোয়াডকপ্টার’

    পাকিস্তানের আকাশে ভারতের ‘কোয়াডকপ্টার’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরও তীব্র রূপ নিচ্ছে। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখায় নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে দুই দেশের সেনাবাহিনী। দিনদিন যুদ্ধের সম্ভাবনা বাস্তব রূপ নিতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারতের একটি কোয়াডকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।  

    নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, কোয়াডকপ্টারটি নজরদারি চালানোর চেষ্টা করছিল। পাকিস্তানি সেনারা এটিকে বাধা দেয় এবং নামিয়ে আনে।  সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ শত্রুর সীমান্ত পেরিয়ে গুপ্তচরবৃত্তির ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। সীমান্তে যেকোনো আগ্রাসনের দ্রুত জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

    কোয়াডকপ্টার হচ্ছে একটি ধরনের ড্রোন। সামরিক ক্ষেত্রে কোয়াডকপ্টার প্রায়ই গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।

    এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত।

    পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

    বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন