রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • নামাজের আজকের সময়সূচি

    নামাজের আজকের সময়সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামের পাঁচটি মূল ভিত্তির (রুকন) মধ্যে নামাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার অবস্থান দ্বিতীয়। ঈমান বা বিশ্বাস গ্রহণ করার পর একজন মুসলমানের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ আদায় করা। এটি শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর সঙ্গে একটি সরাসরি সংযোগ, যা একজন মুসলমানকে দৈনন্দিন জীবনেও সঠিক পথে পরিচালিত করে।

    কিয়ামতের দিনে মানুষের আমলের হিসাব শুরু হবে নামাজ দিয়েই। তাই নামাজের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মুসলমানদের জন্য আবশ্যিক (ফরজ) করে দেওয়া হয়েছে। এর বাইরে রয়েছে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ—যেগুলোর মাধ্যমে অতিরিক্ত সওয়াব লাভের সুযোগ রয়েছে এবং ফরজ নামাজের ঘাটতিও পূরণ হতে পারে।

    জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, সময়মতো নামাজ আদায় করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। নামাজ শুধু আত্মিক প্রশান্তি দেয় না, বরং চরিত্র গঠনে, শৃঙ্খলা রক্ষায় এবং পাপ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

    আজ রোববার, ২৭ জুলাই ২০২৫ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১ সফর ১৪৪৭ হিজরি।। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

    • জোহর- ১২:০৮ মিনিট।
    • আসর- ৪:৪৪ মিনিট।
    • মাগরিব- ৬:৪৪ মিনিট।
    • এশা- ৮:০৮ মিনিট।
    • ফজর (আগামীকাল সোমবার)- ৪:০৩ মিনিট।

    বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—

    বিয়োগ করতে হবে-

    • চট্টগ্রাম : ০৫ মিনিট।
    • সিলেট : ০৬ মিনিট।

    যোগ করতে হবে-

    • খুলনা : ০৩ মিনিট।
    • রাজশাহী : ০৭ মিনিট।
    • রংপুর : ০৮ মিনিট।
    • বরিশাল : ০১ মিনিট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন