রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • গুলিবিদ্ধ হামিদুলকে খাগড়াছড়ি প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান

    গুলিবিদ্ধ হামিদুলকে খাগড়াছড়ি প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খাগড়াছড়ির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হামিদুল সরকারকে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

    রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। হামিদুল সরকারের পক্ষ হয়ে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন রেড জুলাইয়ের সদস্য সচিব জাহিদ হাসান।

    উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় এক গুলির ঘটনায় হামিদুল সরকার তলপেটে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

    সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

    খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হামিদুলের চিকিৎসা ও পুনর্বাসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন