রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি ওড়ার আগেই আগুন, ১৭৩ যাত্রী নিয়ে রক্ষা পেল যাত্রীবাহী বিমান
  • এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত

    এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি ও আয়োজক দেশ। শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি এই বহুল প্রতীক্ষিত ঘোষণা দেন।

    নাকভি জানান, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এসিসির পুরুষ এশিয়া কাপ ২০২৫ আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ একটি টুর্নামেন্টের প্রত্যাশা করছি।”

    এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর এসোসিয়েট সদস্য হিসেবে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

    এশিয়া কাপ মানেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ, যা ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের মধ্যকার ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারতীয় দলের পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত থাকার ঘটনাটি নজর কেড়েছে। সে ম্যাচটি শেষমেশ বাতিল করা হয়। ফলে এবারের এশিয়া কাপেও একই ধরনের জটিলতার আশঙ্কা থেকেই যাচ্ছে।

    ক্রিকেট ভক্তদের প্রত্যাশা, সব জটিলতা কাটিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এশিয়া কাপ উপভোগ করা যাবে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ