গোলশূন্য ড্রয়ে থামল মেসিবিহীন মায়ামি


মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। রোববার (২৭ জুলাই) এফসি সিনসিনাটির বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। ম্যাচে কোনো দলই জালের দেখা না পেলেও দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরপুর ছিল পুরো ৯০ মিনিট।
অল-স্টার গেমে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি ও জর্দি আলবা। তবে শাস্তির মধ্যে থাকলেও চেজ স্টেডিয়ামের একটি স্যুইটে বসে দলের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন তারকা।
শেষ মুহূর্তে ম্যাচে নাটকীয়তা বাড়ায় সিনসিনাটির একমাত্র গোল অফসাইড ফাউলের কারণে বাতিল হয়ে যায়। অন্যদিকে মায়ামির পক্ষে লুইস সুয়ারেজ ও ফাফা পিকল্ট কিছু দারুণ সুযোগ তৈরি করলেও গোলরক্ষক রোমান সেলেনতানোর দৃঢ়তায় গোল পাওয়া হয়নি।
ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি তাদের নতুন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। জাতীয় দলের সতীর্থ মেসির এই ঘনিষ্ঠ বন্ধুকে গ্যালারিভর্তি দর্শক করতালিতে বরণ করে নেয়। ডি পল জানান, “ইন্টার মায়ামির জন্য আমি সবটুকু দিতে প্রস্তুত।”
এই ড্রয়ে সাপোর্টার্স’ শিল্ডের পয়েন্ট তালিকায় ইন্টার মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম এবং সিনসিনাটি ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস। তিনি একে “অত্যন্ত কঠোর এবং অযৌক্তিক” শাস্তি আখ্যা দিয়ে বলেন, “মেসি হতাশ, কারণ সে খেলতে চেয়েছিল। সে এখানে খেলতে এসেছে, দেখাতে নয়।”
ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো প্রশ্ন তোলেন শাস্তির যৌক্তিকতা নিয়ে। “যদি ম্যাচটি অ্যাওয়ে হতো, তখনও কি একই শাস্তি হতো?”—এই প্রশ্ন তুলে তিনি বলেন, “টিকিট বিক্রির জন্য যাকে সামনে রাখা হয়, এক ম্যাচ মিস করলেই তার এমন শাস্তি, এটা মানা যায় না।”
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে ৯টি ম্যাচ খেলার ফলে ক্লান্তিতে ভুগছেন মেসি। এই কারণেই অল-স্টার ম্যাচ থেকে তাকে বিরতি দেওয়া হয়েছিল বলে দাবি তাদের।
