মেসির প্রিয় সতীর্থ ডি পল এবার ইন্টার মায়ামিতে


বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিনি যোগ দিয়েছেন ইন্টার মায়ামি দলে। আপাতত ধারে ২০২৫ মৌসুম পর্যন্ত খেলবেন এই তারকা। তবে চুক্তিতে রয়েছে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ীভাবে খেলার সুযোগ।
৩১ বছর বয়সী ডি পল পরিচিত ‘এল মোটরসিতো’ নামে, যার অর্থ ‘ছোট ইঞ্জিন’। মাঠজুড়ে তার দৌড়, ক্ষিপ্রতা ও বল কন্ট্রোল তাকে প্রতিপক্ষের জন্য সবসময়ই ভয়ঙ্কর করে তোলে। খুব শিগগিরই ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে যোগ দিচ্ছেন তিনি।
মেসির পাশে এবার ডি পলও
ডি পল এর আগে থেকেই লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং জাতীয় দলে তার নির্ভরযোগ্য সহযোদ্ধা। এবার ক্লাব পর্যায়েও মেসির সঙ্গে খেলবেন তিনি। বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলছেন আরও তিন বার্সা-লিজেন্ড—লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। এবার তাদের সঙ্গী হলেন ডি পল।
চ্যালেঞ্জ, ট্রফি ও ইতিহাস গড়ার লক্ষ্য
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ডি পল বলেন,
“আমার এখানে আসার মূল কারণ হচ্ছে নতুন চ্যালেঞ্জ নেওয়া, ট্রফি জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখা। এই দলটি সামনে অনেক বড় কিছু করতে যাচ্ছে—আমি তার অংশ হতে চাই।”
বেকহ্যাম ও ক্লাব মালিকের আশাবাদ
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম এই ট্রান্সফার নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তার ভাষায়,
“রদ্রিগোকে আমি অনেক দিন ধরেই অনুসরণ করছি। জাতীয় দলে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন, তা অসাধারণ। তার অভিজ্ঞতা ও গুণ ক্লাবকে আরও শক্তিশালী করবে।”
আর ম্যানেজিং ওনার জর্জ মাস বলেন,
“আমরা এমন একটি দল গড়তে চাই যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখাতে পারে। রদ্রিগোর মতো বিশ্বজয়ী খেলোয়াড় সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বড় ভূমিকা রাখবে।”
লক্ষ্য লিগ শিরোপা
ডি পলের মূল লক্ষ্য এবার ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জয়। সব মিলিয়ে, ইন্টার মায়ামি এবার বিশ্বমানের অভিজ্ঞতায় গড়া এক তারকাবহুল দল।
