মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বার্সেলোনার হৃদয়স্পর্শী শোকবার্তা


সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব এফসি বার্সেলোনা।
বুধবার (২৩ জুলাই) স্প্যানিশ ক্লাবটি বাংলাদেশে তাদের অফিসিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে শোকবার্তা জানায়।
চিঠিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় এবং বার্সেলোনা পরিবার সবসময় পাশে রয়েছে—এমন বার্তা দেওয়া হয়।
সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থেকে ফুটবল ক্লাবটির এই উদ্যোগ বিশ্বব্যাপী বার্সা ভক্তদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আমরা গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে, ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশের বার্সেলোনার রয়েছে তুমুল জনপ্রিয়তা। দলটির বড় অর্জনে সমর্থক ফ্যান ক্লাবের দেখা যায় নানা আয়োজন। তাই বিশেষভাবে বাংলাদেশের বার্সেলোনা ভক্তদেরও স্মরণ করেছে কাতালান ক্লাবটি।
চিঠিটে আরও বলা হয়, এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য বা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন।
পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃত একটি সমর্থক সংগঠন। এটি বাংলাদেশে ক্লাবটির ভাবমূর্তি রক্ষা ও নানা ধরনের কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
