শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব
  • সাকিব-ওয়ার্নারদের ধর্মঘটে বিপর্যস্ত ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট

    সাকিব-ওয়ার্নারদের ধর্মঘটে বিপর্যস্ত ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরা তারকাদের অংশগ্রহণে জমজমাট হওয়ার কথা ছিল ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকাদের উপস্থিতি টুর্নামেন্টটিকে আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তোলে।

    তবে শেষ ধাপে এসে প্রতিযোগিতাটিতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময়মতো বেতন না পাওয়ার অভিযোগে খেলোয়াড়রা একজোট হয়ে ধর্মঘটে গেলে আয়োজকদের একাধিক ম্যাচ বাতিল করতে হয়।

    বেতন সংক্রান্ত সংকট সমাধানে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    ক্রিকেটারদের একটি বড় অংশ আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সময়মতো অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন। এ ধরনের ঘটনা শুধু আয়োজনের মানই প্রশ্নবিদ্ধ করে না, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণকেও অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

    কেম্যান দ্বীপপুঞ্জে চলমান এ টুর্নামেন্টের বিষয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই খেলোয়াড়দের বেতন দেয়ার কথা ছিল কিন্তু তা এখনও পরিশোধ করা হয়নি। এর প্রতিবাদে খেলোয়াড়েরা গত মঙ্গলবার (২২ জুলাই) পাঁচটি ম্যাচে অংশ না নিয়ে ধর্মঘটে যান।

    ওইদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আয়োজক সংস্থা ম্যাক্স সিক্সটি ইনস্টাগ্রামে জানায়, ‘অফ ফিল্ড ইস্যু’র কারণে সব খেলা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার বিকেল ২টায় ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়া হয়, যেখানে খেলার কথা ছিল ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের।

    তবে কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরদিন সকালে জানানো হয়, ফাইনালের বদলে হবে ‘রানার-আপ প্লে-অফ’, যেখানে পঞ্চম স্থানে থাকা গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস খেলবে ভেগাস ভাইকিংসের বিপক্ষে। এরপর অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ অনুষ্ঠান।

    এদিকে, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডাব্লিউসিএ) খেলোয়াড়দের এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। সংগঠনটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, খেলোয়াড়রা তাদের চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করেছে। কিন্তু আয়োজকদের কাছ থেকে তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। এটা ক্রিকেটারদের প্রতি অবিচার।

    তিনি আরও বলেন, এ ধরনের সমস্যা নতুন নয়। আইসিসি বা এর অনুমোদিত টুর্নামেন্টগুলোতেও চুক্তিকে গুরুত্ব না দেয়ার ঘটনা বাড়ছে। এভাবে চলতে থাকলে খেলোয়াড়দের সুরক্ষা থাকবে না।

    টুর্নামেন্টটি পরিচালনা করছে বিএমপি স্পোর্টস, যা দুবাইভিত্তিক একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নিজেদের বৈশ্বিক ক্রিকেট লিগ মালিকানা ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় অগ্রগামী বলে দাবি করে। তারা অতীতে আবুধাবি, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার টি-টেন লিগেও যুক্ত ছিল।

    তবে বিএমপি স্পোর্টস ও ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন